ঠিক ব্লগ বলবো না। বলতে পারেন বিভিন্ন বিষয়ে লেখালেখি করা। মূলত শখের বশেই
আমার এই লেখালেখি।তাই চেষ্টা থাকে তথ্যবহুল কিছু তুলে ধরার যাতে করে আপনারা
উপকৃত হন।
আর হ্যাঁ.....লেখা যে লিখি তা তো আপনাদের জন্নেই। তাই আপনাদের মূল্যবান
মতামত জানাবেন( আমি বলছিনা যে সবসময় ভালো/ইতিবাচকই বলবেন। আমিও মানুষ।
আমারও ভুলত্রুতি হতেই পারে। আর আমার সেই ত্রুটিবিচ্যুতি গুলো ধরিয়ে দেয়ার
মহান দায়িত্ব আমি আপনাদের কাধেই অর্পণ করলাম। কেননা আপনারাই আমার এগিয়ে
যাওয়ার অনুপ্রেরনা )