নীতিমালা:
আমার ব্লগটি মুলত স্বাধীন মত প্রকাশের বিচরনক্ষেত্র। কিন্তু
অবাঞ্চিত কোন মন্তব্য যে প্রকাশ হবে না সে বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে।তাই আমি/আমরা
যদি দেখি, কেউ যদি এমন মন্তব্য করছেন যা অন্যের ব্যক্তিত্বে আঘাত কিংবা আক্রমন করার শামিল তবে তার ইউজার আইডি, আইপি এবং সেই মন্তব্য ডিলীট করা হবে। তিনি এই সাইট আর
দেখতে পারবেন না।
আমরা পাঠকের মন্তব্যকেও সর্বোচ্ছ গুরুত্ব দেই । তাই আপনাদের কাছ থেকে পেতে চাই আনলিমিটেড ফীডব্যাক । আপনার যা মন চায় তাই আমাদের
জানান। কিভাবে দেখতে চান আপনার প্রিয় সাইটটি কমেন্টে আমাদের জানান।
লেখকঃ কেউ
যদি আমাদের সাইটে তাদের নিজস্ব
মতামত লেখনীর মাধ্যমে প্রকাশ করতে চান,তাদের আমরা স্বাগতম জানাই। তবে তিনি যে সকল
কাজ করতে পারেন না তা হলো-
·
কোন লেখা
হুবহু কিংবা আংশিক কপি করা যাবে না।
·
যদি করেন
তবে সাথে সাথে আপনাকে না জানিয়েই তা মুছে
ফেলা হবে।
·
লেখক বাংলা
ভাষা ছাড়া অন্য কোন ভাষায় লিখতে পারেন না।
লেখাঃ আমরা শুধুমাত্র বাংলা ভাষাকেই বেছে নিয়েছি আমাদের
কন্টেন্ট প্রকাশের জন্য। বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষাভাষী যারা আছেন তারাও চাইলে এখানে লিখতে পারেন।কমেন্ট করার ক্ষেত্রে
বাংলা ইংরেজী দেখার বিষয় নয়। তবে মুল লেখা
অবশ্যই চলিত বাংলায় লিখতে হবে। সাধুভাষা ব্যাবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, তবে তা শুধু উদ্ধৃতি কিংবা সূত্রের জন্য করা যেতে
পারে। লেখা প্রকাশ উপযোগী হবার জন্য যা করতে হবে-
·
লেখা ৩০০
শব্দের বেশি হতে হবে।
·
বাংলায় হতে
হবে।
·
ইংরেজী
শব্দের বাংলায় প্রচলিত উচ্ছারনে লিখতে হবে, যেমন কালচার, রেফারেন্স, টিচার ইত্যাদি।
·
প্রচলিত
ইংরেজি শব্দের বাংলা গ্রহনযোগ্য নয়, তাই সেগুলোকে ইংরেজী শব্দের মধ্যে বাংলা উচ্ছারনে
লিখতে হবে। যেমন- চেয়ার শব্দকে কেদারা লেখা যাবে না ইত্যাদি।
·
অন্য কারো
লেখা কপি করে লেখা যাবে না। নিজের লেখা অন্য কোথাও প্রকাশ হলেও এখানে লেখা যাবে।
·
লেখার মধ্যে
কোন বিজ্ঞাপন কিংবা, অন্য কোন রেফারেল লিংক দেয়া যাবে না। লেখা অবশ্যই
পুরো লিখতে হবে, বিস্তারিত জানার জন্য এখানে পড়ুন লিখে নিজের
সাইটে ফরোয়ার্ড করা যাবে না।
লেখার বিষয়ঃ আগেই বলা
হয়েছে যে কোন বিষয়ে লেখা যেতে পারে । তারপরেও কিছু কঠোরতা আছে। বিষয়গুলো হচ্ছে-
·
পর্নোগ্রাফি, পর্ন , মাদক জাতীয় কোন কন্টেন্ট প্রকাশ করা যাবে না ।
·
কোন
প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে পারে, সেরকম লেখা যাবে না।
·
কারো নামে
পর্যালোচনা করা যেতে পারে, তবে নিজের জন্য কোন পর্যালোচনা করা যাবে না।
·
ধর্ম নিয়ে
বিতর্ক করা যাবে না।
·
উস্কানীমুলক
কোন তথ্য প্রকাশিত হবে না।
লেখা সংরক্ষনঃ
কোন লেখা এডিট, ডিলিট, প্রকাশ কিংবা মুছে ফেলা সহ সবকিছুই নির্ভর
করবে সম্পাদকের উপর। মূলত সম্পাদক এ জাতীয় অধিকার সংরক্ষণ করেন।
যোগাযোগঃ
আমাদের সাথে যদি যোগাযোগ করার ইচ্ছা পোষণ করেন,তবে যোগাযোগ পাতার মাধ্যমে করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার কোন কোয়েরি পাবার সাথে সাথে
আমরা চেষ্টা করব ইমেইলে তার পুনঃ জবাব দেয়ার জন্য। যদি ইমেইলে ১২ ঘন্টার মধ্যে কোন উত্তর না পেয়ে থাকেন মেসেজ অপশনেও যোগাযোগ করতে পারেন।